সরকারের ১২ বছর পূর্তিতে পাবনায় আ’লীগের আনন্দ মিছিল সমাবেশ
পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুল মতীন খান, বৈরাম খান, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট কানিজ ফাতেমা পুতুল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন মান্না, উপ প্রচার সম্পাদক হাজি শরীফ, জেলা যুবলীগের আহবায়ক নৌকার মনোনীত প্রার্থী আলী মর্তুজা বিশ^াস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান ডন, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খান, সহ সভাপতি আজমত আলী বিশ^াস, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি বিশ^জিত ঘোষ, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ, সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক জিএস হাসানুর রহমান রনি, যুবলীগ নেতা ফাহিমুল কবির খান শান্তনু, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার টানা ১২ বছর ক্ষমতায় থাকায় দেশের অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। এর প্রধান কারিগর আওয়ামীলীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার দূরদর্শী চিন্তা ও কর্ম পরিকল্পনায় বাংলাদেশ আজ বিশে^র কাছে রোল মডেলে পরিণত হয়েছে। ক্ষুধা ও দারিদ্র মুক্ত যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, সেই স্বপ্ন পূরণ করেছেন তারই কন্যা শেখ হাসিনা। তাই নৌকা প্রতিক আজ দেশের মানুষের কাছে উন্নয়নের প্রতিকে পরিণত হয়েছে। বক্তারা পাবনা পৌর মেয়র পদে নৌকার মনোনীত প্রার্থী হিসেবে জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ^াস সনিকে মনোনয়ন দেয়ায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।
সমাবেশে বক্তব্যে জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ^াস সনি আসন্ন পৌর নির্বাচনে নৌকা প্রতিকে ভোট চেয়ে বলেন, প্রধানমন্ত্রী তাকে নৌকা প্রতিক দিয়েছেন। তার সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। দলাদলির উর্ধ্বে ওঠে সবাইকে একসাথে নৌকা প্রতিককে বিজয়ী করতে হবে। দ্বন্দ্ব বিভেদ ভুলে ৩০ জানুয়ারি পাবনা পৌর নির্বাচনে প্রধানমন্ত্রীকে বিজয় উপহার দেয়ার আহবান জানান তিনি।