সরকার শিক্ষাকে আধুনিকায়ন করছে–লাল

রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেছেন- বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাল্য বিবাহ, মাদক, দুনীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ব্যাপক কার্যকর পদক্ষেপ নিয়েছে। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। উন্নয়নের বিশাল বাধা হলো বাল্য বিবাহ, মাদক, দুনীতি ও সন্ত্রাস। শেখ হাসিনার সরকার বাল্য বিবাহ, মাদক, দুনীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স। বাল্য বিবাহ, মাদক, দুনীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকার ও আইনশৃঙ্খরা বাহিনীর পাশাপাশি সমাজের সচেতন মহল কে এগিয়ে আসতে হবে। সরকার পাঠ্য শিক্ষার সাথে ক্রীড়া, বিজ্ঞান, কারিগরি, তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন বিষয় যোগ করে শিক্ষাকে আধুনিকায়ন করছে।

বৃহস্পতিবার পাবনা শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্কুলের গবনিং বডির সভাপতি মো. খালেকুজ্জামার সুইট এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন. উপজেলা শিক্ষা অফিসার ওয়াহেদুজ্জামান, আলী মর্তুজা বিশ্বাস সনি, প্রধান শিক্ষক মো. শিহাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী টেগার, আমিনুল হক টিপু প্রমূখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!