সাঁথিয়ার মেধাবী ছাত্রী জাকিয়া বাঁচতে চায়

জালাল উদ্দিন সাঁথিয়া (পাবনা) : পাবনার সাঁথিয়ার মেধাবী এতিম ছাত্রী জাকিয়া বাঁচতে চায়। গত দেড়মাস ধরে জাকিয়া কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্স ইনস্টিটিউট মীরপুর ঢাকায় চিকিৎসাধীন রয়েছে । তার দুটি কিডনিই ড্যামেজ হয়ে গেছে। প্রতি সপ্তাহে দু’বার ডায়ালাইসিস করতে হয়। চিকিৎসক বলেছেন জাকিয়ার কিডনি প্রতিস্থাপন করতে হবে। এতে প্রায় ১০লাখ টাকা লাগবে। এতিম জাকিয়ার অভিভাবকের পক্ষে এত টাকার যোগান দেয়া সম্ভব নয়। জাকিয়া শিশুবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছেন। জাকিয়ার বাড়ী উপজেলার নন্দনপুর ইউনিয়নের দারামুদা গ্রামে। পিতা মৃত আঃ রহিম। জাকিয়ার জন্মের এক বছর পরেই বাবা মারা যায়।এরপর থেকে গরীব নানা নন্দনপুর গ্রামের জামাত আলীর বাড়ী থেকে নন্দনপুর উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করে।সে এসএসসি পরীক্ষার্থী। ফুটফুটে চেহারার অসহায় জাকিয়ার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছে জাকিয়ার গরীব নানা।(সেল নং-০১৭৪০-৮৩২০৬৩)।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!