সাঁথিয়ায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক-১
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা: পাবনার সুজানগর উপজেলার দুলাই উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির অপহৃত ছাত্রীকে রাজবাড়ির পাংশা থেকে উদ্ধার করেছে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা পুলিশ। এ ব্যাপারে অপহরনকারী মাসুমের বাবা ওহাব (৬০) কে আটক করা হয়েছে।
আতাইকুলা থানা পুলিশ সুত্রে জানা যায়, পাবনার সুজানগর উপজেলার দুলাই উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী আরিয়া আনোয়ার লিনজাকে (১৩) গত ৩ নভেম্বর দুপুরে দুলাই বাজার থেকে মাইক্রোযোগে আতাইকুলা থানার লক্ষ্মীপুর গ্রামের ওহাবের ছেলে মাসুম (১৯) তার সহযোগিদের সঙ্গে নিয়ে অপহরণ করে। ৫ নভেম্বর লিনজার বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে সুজানগর থানায় অপহরণ মামলা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানার ওসি (তদন্ত) কামরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে সোমবার রাতে রাজবাড়ির পাংশা থেকে লিনজাকে উদ্ধার করা হয়। অপহরনে সহযোগিতার অভিযোগে মাসুমের বাবা ওহাবকে (৬০) আটক করে সুজানগর থানায় হস্তান্তর করা হয়েছে।
সুজানগর থানার ওসি শরীফুল ইসলাম জানান, অপহণের মামলা হয়েছে। অপহৃতকে উদ্ধার করা হয়েছে। প্রধান আসামী মাসুমকে গ্রেফতারের চেষ্টা চলছে।