সাঁথিয়ায় ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: মঙ্গলবার পাবনার সাঁথিয়ায় ইসলামী ব্যাংক বংলাদেশ লিমিটেড সাঁথিয়া শাখার উদ্যোগে ব্যাংক কার্যালয়ে “সিয়াম,তাকওয়া,সাদাকাহ ও ওয়াক্ফ” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক পাবনা শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাঁথিয়া শাখার এসপিও ও ম্যানেজার অপারেশন্স আব্দুর রউফ এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সাঁথিয়া উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,ইসলামী ব্যাংক সাঁথিয়া শাখার এফএভিপি ও শাখা প্রধান এইচ.এম হাফিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন,পাবনা ইসলামীয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওঃ আব্দুস শাকুর। আরও বক্তব্য দেন প্রভাষক কামরুজ্জামান বকুল। দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রভাষক ডঃ এম আব্দুল্লাহ।