সাঁথিয়ায় উগ্রবাদ প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা
জালাল উদ্দিন সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় গতকাল মঙ্গলবার উগ্রবাদ প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার আর্থিক সহায়তায়, “যুব সমাজের ক্ষমতায়নের মাধ্যমে উগ্রবাদীকরণ ও সহিংস উগ্রবাদ প্রতিরোধ” প্রকল্পের আওতায় বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের উদ্যোগে উপজেলার বোয়াইলমারী কামিল মাদরাসা ও জোড়গাছা ডিগ্রি কলেজে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। স্থানীয় সমন্বয়ক অধ্যাপক আব্দুদ দাইন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ হুমায়ূন কবির।
বিশেষ অতিথি ছিলেন সংস্থার সহকারী পরিচালক ফজলে রাব্বি। বক্তব্য দেন, জোড়গাছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম ,বোয়াইলমারী কামিল মাদরাসার অধ্যক্ষ আঃ আঊয়াল, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক আঃ রহিম।
এতে উভয় প্রতিষ্ঠানের ৯০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ।