সাঁথিয়ায় খাদ্য সামগ্রী বিতরণ করলেন স্কাই
পিপ (পাবনা) : ঢাকাস্থ সাঁথিয়া উপজেলা কল্যাণ সমিতির সাধারন সম্পাদক এবং ঢাকাস্থ পাবনা সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মোশারফ হোসেন স্কাই তার নিজস্ব অর্থায়নে শনিবার সাঁথিয়ার তার নিজ এলাকাতে অসহায় ৫ শ পরিবারের মাঝে ।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় সামাজিক দুরত্ব বজায় রেখে রেখে চাল, আটা, সয়াবিন তেল, মসুরডাল, সাবানসহ ঈদ উপহার বিতরণ করেন। সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালিত হয়।
এসময় সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ জামান, সাঁথিয়া ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মনসুর আলম, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামানসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোশারফ হোসেন স্কাই সাঁথিয়া পৌরসভার প্রথম মেয়র ও জনপ্রিয় প্রবীণ আওয়ামীলীগ নেতা মরহুম মোজাম্মেল মাষ্টারের ছেলে।
Spread the love