সাঁথিয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা
পিপ (পাবনা) : সাঁথিয়ায় শাজাহান আলী (৪০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।সে উপজেলার সাঁটিয়াকোলা গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে। রোববার ভোরে তার নিজবাড়িতে এ ঘটনা ঘটে। কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল উদ্দিন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শাজাহান মানুষিকভাবে অসুস্থ ছিল।
এ কারণে গত দুইদিন আগে তার স্ত্রীর সাথে ঝগড়া লাগলে স্ত্রী রেগে বাপের বাড়ি চলে যায়। গতকাল রোববার ভোর ৫টার দিকে তার নিজ ঘরের আড়ার সাথে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরে নিহতের স্বজনেরা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
Spread the love