সাঁথিয়ায় ছুরিকাঘাতে যুবক আহত
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জুয়েল রানা (৩৮) নামের এক যুবক আহত হয়েছে। সে উপজেলার শ্বশদিয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে গত রবিবার দিনগত রাত সোয়া ৯ টায় উপজেলার শ্বশদিয়া গ্রামের রাস্তার উপর।
এলাকাবাসী সূত্রে জানা যায়,উপজেলার গাগড়াখালী গ্রামের আব্দুস ছালামের ছেলে আল আমিন রাতে শ্বশদিয়া গ্রামে রেড়াতে যায়। পথিমধ্যে রাত সোয়া ৯ টার দিকে শ্বশদিয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে জুয়েল রানার সঙ্গে পূর্বের শুক্রতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় আল আমিন জুয়েল রানার পেটে ছুরিকাঘাত করলে ভুড়ি বের হয়ে আসে।
তার ডাকচিৎকারে লোকজন ও আত্মীয় স্বজনরা এসে দ্রুত সাঁথিয়া হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে জুয়েল রানার ভাই সেলিম রেজা স্বপন বাদী হয়ে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। থানা পুলিশ ঐ রাতেই আল আমিনকে আটক করেছে। এ খবর লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।