সাঁথিয়ায় জাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
পিপ (পাবনা) : “ভিটামিন “এ” খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান”- এই প্রতিপাদ্যকে ধারণ করে গতকাল শনিবার সকালে পাবনার সাঁথিয়ায় শিশুদের জাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসুচি উদ্বোধন করেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (আতিরিক্ত দায়িত্ব) ডা. আব্দুল্লাহ আল মামুন, সাঁথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ চিকিৎসক , নার্স ও অন্যান্য স্টাফবৃন্দ।
উপজেলায় মোট ২’শ ৬৫টি কেদ্রে ৬ মাস-১১ মাস বয়সের ৫ হাজার ৮’শ ৭৩জন শিশুকে নীল রঙের ও ১২ মাস-৫৯ মাস বয়সের ৪৮ হাজার ৭’শ ৯১জন শিশুেেক লাল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্র নির্ধারণ করা হয়েছে।
Spread the love