সাঁথিয়ায় ডেঙ্গু জ্বরে নিভে গেল স্কুল শিক্ষিকার প্রাণ
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিভে গেল জীবন নাহার (রত্না) নামের এক স্কুল শিক্ষিকার প্রাণ। তিনি সাঁথিয়া ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা এবং সাঁথিয়া পৌরসভাধীন নওয়ানী গ্রামের পৌর কমিশনার রাকিবুল ইসলাম রকিবের স্ত্রী।
জানা যায়, তিনি ঈদ করতে ঢাকা বাবার বাড়ি গিয়েছিলেন, সেখান থেকে জ্বরে আক্রান্ত হন। ঈদ পর সাঁথিয়া নিজ বাড়িতে এসে কয়েকদিন আগে ডেঙ্গু রোগের পরীক্ষা করে নিশ্চিত হন তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত আবার ঢাকা চলে যান। গতকাল শনিবার তাকে একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন।
Spread the love