সাঁথিয়ায় ‘তথ্য আপা’ উঠান বৈঠক অনুষ্ঠিত
পিপ (পাবনা) : “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা, শেখ হাসিনার সহায়তায়, তথ্য আপা পথ দেখায়” এই শ্লোগান নিয়ে তথ্য আপারা শুরু করেছে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়)” কার্যক্রম।
উপজেলা তথ্যকেন্দ্র সাঁথিয়া পাবনার আয়োজনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রনালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন ”তথ্য আপা’ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প(২য় পর্যায়)” উপেজলার নাগডেমরা ইউনিয়নের বাচ্চু মাষ্টারের উঠানে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় প্রায় দুইশতাধিক মহিলা ও শিশুদের উপস্থিতিতে শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার, বাল্যবিয়ে, সন্ত্রাস, মাদক,জঙ্গিবাদ ও কৃষিবিষয়কসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক তথ্যসেবা প্রদান করছে।
ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ হারুনের সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সমাজ সেবা অফিসার আইয়ুব আলী খান,পরিবার পরিকল্পনা অফিসার গোলাম মহিউদ্দিন, তথ্য সেবা কর্মকর্তা জিনিয়া প্রমুখ সহ স্থাণীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। উঠান বৈঠক শেষে ১শ” জন মহিলাকে সম্মানি ও খাবার বিতরন করেন।