সাঁথিয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে ব্যবসায়ীর বাড়ি
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা: পাবনার সাঁথিয়া উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে ব্যবসায়ীর বাড়ি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাঙ্গামাটিয়া গ্রামের কোরবান আলীর ছেলে তৌয়ব আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উক্ত ক্ষুদ্র ব্যবসায়ী তৌয়ব আলীর বসত বাড়িতে দুর্বৃত্তরা তরল দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ব্যবসায়ীর সব পুড়ে শেষ হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত তৌয়ব আলী জানান, দুপুরে বাড়িতে কেউ ছিল না। এমন সময় কে বা কারা আমার বাড়িতে তরল পদার্থ দিয়ে আগুন লাগিয়ে দেয়। আগুনে আসবাবপত্রসহ আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। তিনি আরও জানান, প্রায় দুই মাস আগেও রাতের অন্ধকারে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল।
পূর্ববিরোধের জের ধরে বারবার তার বাড়িতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিচ্ছে বলে দাবি ব্যবসায়ীর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যবসায়ী তৌয়ব আলী বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, এ বিষয়ে এখনও কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।