সাঁথিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক নিহত
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার সাঁথিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মজির হোসেন (২৬) নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল সাদে চারটার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত মজির জেলার ফরিদপুর উপজেলার বাউশ নাগদাপাড়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে ধুলাউড়ি থেকে ট্রলিতে ইট বোঝাই করে উপজেলার করমজা ইউনিয়নের তায়জাল বাজার যাচ্ছিলেন ট্রলি চালক মজির। পথিমধ্যে আফড়া গ্রামে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলি খাদে পড়ে যায়। এ সময় গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ট্রলি চালক মজির নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Spread the love