সাঁথিয়ায় নৌকার নির্বাচনী ৩ অফিস ভাংচুর, আটক-৯
নিজস্ব প্রতিবেদক, সাঁথিয়া: গতকাল বুধবার গভীর রাতে পাবনার সাঁথিয়া উপজেলার নৌকার ৩ প্রচার অফিসে ভাংচর ও আগুন দিয়েছে দবৃর্ত্তরা। জামাত-বিএনপির ৯জন নেতা-কর্মীকে থানা পুলিশ আটক করেছে।
আগুনে পুড়ে যাওয়া নির্বাচনী অফিস গুলো হলো উপজেলার ধুলাউড়ি বাজার, হলুদঘর বাজার ও তায়জাল বাজারে অবস্থিত নৌকার প্রচার অফিস।
অভিযোগে জানাযায়, গত বুধবার রাত ১ টার পরে উপরোক্ত বাজারে অবস্থিত নৌকার প্রচার অফিস ভাংচর ও আগুন জ্বালিয়ে দেয় দুবৃর্ত্তরা।
আটককৃতরা হলো উপজেলার জোড়গাছা গ্রামের মৃত আজগর আলীর ছেলে বাকিউর রহমান(৪৫), সহোদর বিদ্যুৎ হোসেন (৩৫), একই গ্রামের আব্দুল গফরের ছেলে মনসুর আলী (৪০), মৃত সোরহাবের ছে।েল আতিকর রহমান (৪৫।), মৃত গহেরের ছেলে আব্দুল মান্নান(৫০), ধুলাউড়ি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আিিজবুর রহমান (৪০), পাইকপাড়া গ্রামের আঃ মালেকের ছেলে ইলিয়াস (২৬), মিয়াপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে সোহেল রানা (৪০), খালইভরা গ্রামের জিয়াউর রহমান (৫০)।