সাঁথিয়ায় বিধবা, বয়স্কভাতা, শিক্ষাবৃত্তি, লেপ, বাছুর ও সেনেটারি ল্যাট্রিন বিতরণ
সাাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ার একটি সেবা প্রতিষ্ঠান সাঁথিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিধবাভাতা, বয়স্কভাতা,শিক্ষাবৃত্তি,লেপ,বাছুর ও সেনেটারি ল্যাট্রিন বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ডাঃ মনসুরুল ইসলাম জানান, তিনজন বিধবা,তিনজন বযস্কপুরুষ,তিনজন বয়স্কনারীকে প্রতি মাসে তিন’শ করে টাকা, সাতজন দরিদ্র শিক্ষার্থীকে প্রতিমাসে পাঁচ’শ করে টাকা, ৩০জন দরিদ্রকে শেপ, ১০জন দরিদ্রকে বাছুর ও ১৫জন দরিদ্রকে সেনেটারী ল্যাট্রিন প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার উপজেলার ধুলাউড়ি ইউনিয়েেনর বিলচাপড়ী আদর্শগ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিলচাপড়ী আদর্শগ্রাম কমিটির সভাপতি আলহাজ¦ নজরুল ইসলামের সভাপতিত্বে শিক্ষকনেতা আলতাব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান ও সাঁথিয়া উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। আরও বক্তব্য দেন, ধূলাউরি ইউপি চেয়ারম্যান জরিফ আহমেদ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, অধ্যাপক আব্দুদ দাইন সরকার,অধ্যাপক আশরাফুল আলম মজনু, এ্যাড. শাহাদত হোসেন বকুল প্রমুখ।