সাঁথিয়ায় বিশ্ব এইডস দিবস পালিত
জালাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক সাঁথিয়া : “এইডস নির্মূলে প্রয়োজন, জনগণের অংশ গ্রহন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রবিবার পাবনার সাঁথিয়ায় বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার সকাল সাড়ে ৯টায় র্যালীটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে ডাঃ মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা নিবার্হী অফিসার এস এম জামাল আহমেদ, অধ্যাপক আশরাফুল আলম মজনু, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন প্রমুখ।
Spread the love