সাঁথিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা : “টেকসই উন্নয়ন-স্বাস্থ্য সম্মত স্যানিটেশন”এই শ্লোগানকে সামনে রেখে সোমবার পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-১৮ইং বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও বিশ্ব হাত ধোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
বেলা সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে র্যালীটি বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সামানে উপ-সহকারী প্রকৌশলী ওহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোখলেছর রহমান। আরো বক্তব্য দেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাসান আলী খান, সাঁথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ। পরে উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের হাত ধোয়া হয়।
Spread the love