সাঁথিয়ায় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : “ভিটামিন “এ” খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান”- এই প্রতিপাদ্যকে ধারণ করে গতকাল শনিবার সকালে পাবনার সাঁথিয়ায় জাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সাবেক সহকারী পরিচালক ডাঃ মনসুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোজাফ্ফর হোসেন, সাঁথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ চিকিৎসক , নার্স ও অন্যান্য স্টাফবৃন্দ। উপজেলায় মোট ২’শ ৬৮টি কেদ্রে ৬ মাস-১১ মাস বয়সের ৫ হাজার ৮’শ ১০জন শিশুকে নীল রঙের ও ১২ মাস-৫৯ মাস বয়সের ৪৮ হাজার ৭’শ ৪১জন শিশুেেক লাল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্র নির্ধারণ করা হয়েছে। এতে ১’শ ৩২জন সুপারভাইজার ও ৫’শ ২৮জন সেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!