সাঁথিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান ভস্মিভূত

জালাল উদ্দিন সাঁথিয়া (পাবনা) : পাবনার সাঁথিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া পৌর সদরের বোয়াইলমারী বাজারে। অগ্নিকান্ডে ৩জন মালিকের ৩টি দোকান ভস্মিভূত হয়।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে স¤্রাট জাহাঙ্গীরের হার্ডওয়ারের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মৃহুর্তে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।

পর্যায়ক্রমে সাইফুল ইসলাম মুনুর মোদিখানার দোকানে তার প্রায় ২০ লাখ টাকা, সরোয়াররে ভ’সির দোকানে তার প্রায় ৪ লাখ টাকা এবং জাহাঙ্গীরের প্রায় ১১ লাখ টাকার মালামাল পুড়ে প্রায় ৩৫লাখ টাকার ক্ষতি হয়।

পার্শ্ববর্তী বেড়া উপজেলা থেকে ফায়ার সাভির্সের একটি দল এসে এবং জনগণের সহায়তায় প্রায় ১ঘন্টা প্রাণপন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনলেও প্রতিটি দোকান সম্পূর্ণরুপে ভস্মীভূত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!