সাঁথিয়ায় মাদক সম্রাট ৩জন গ্রেফতার
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া থানা পুলিশ গত সোমবার রাতে অভিযান চালিয়ে ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট থেকে ২০ পুড়া হিরোইন ও ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলা করমজা মল্লিক পাড়া গ্রামের মৃত আঃ রশিদের ছেলে সোবহান(৪৭), একই গ্রামের আবুল হাশেমের ছেলে ফারুক হোসেন (২৮), সানিলা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আলমগীর হোসেন(৩৮)।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, আটককৃতরা মাদক ব্যবসায়ী। এদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
Spread the love