সাঁথিয়ায় মেয়র পদে তিনজনের মনোনয়নপত্র জমা
মনসুর আলম খোকন, সাঁথিয়া (পাবনা ) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় পৌরসভা নির্বাচনে রোববার জমাদানের শেষদিনে মেয়র পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিন কাউন্সিলর পদে ৩৬ জন ও ও সংরক্ষিত মহিলা কাউন্সিরর পদে মনোনয়নপত্র জমা দেন ৮ জন।
আ’লীগের প্রার্থী মাহবুবুল আলম বাচ্চু বেলা দেড়টার দিকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মোজাম্মেল হোসেনের নিকট মনোনয়নপত্র জমা দেন।
বিএনপি’র প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজও দলের নেতাকর্মীদের সাথে করে রোববার বেলা ১২ টার দিকে মনোনয়নপত্র জমা দেন। এদিন জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আকতার হোসেন নামে একজন মনোনয়নপত্র জমা দেন।
এ ছাড়াও কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন জন মনোনয়নপত্র জমা দেন । নির্বাচন অফিস সূত্র জানায়,রোববার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা দেয়ার শেষ সময় ছিল। আগামী ২২ ডিসেম্বর বাছাইপ্রক্রিয়া শেষ হবে। আগামী ১৬ জানুয়ারী সাঁথিয়াসহ দেশের ৬১টি পৌরসভায় দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।