সাঁথিয়ায় “শান্তিতে বিজয়”শীর্ষক মতবিনিময় সভা
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: সামাজিক সচেতনতার মাধ্যমে সহিংসতামুক্ত নির্বাচনী পরিবেশ তৈরির লক্ষ্যে “শান্তিতে বিজয়” শীর্ষক প্রকল্পের আওতায় সোমবার সাঁথিয়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক দাতা সংস্থা ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ও বেসরকারি সংস্থা রুপান্তর এর বাস্তবায়নে এবং পাবনা প্রতিশ্রুতির আয়োজনে সোমবার সকালে সাঁথিয়া পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সাঁথিয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাঁথিয়া পৌরসভার মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা,সাবেক সভাপতি আব্দুদ দাইন,সাধারণ সম্পাদক আবুল কাশেম,সাঁথিয়া উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী, উপজেলা মহিলা লীগের সভানেত্রী সেলিমা সুলতানা, জাতীয যুবসমাজের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।
এর আগে সভার শুরুতেই এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সর্ম্পকে বিস্তারিত আলোকপাত করেন প্রতিশ্রুতির উপ-সহকারী পরিচালক মুজতাবা আব্দুল আহাদ। অবহিতকরণসভায় সহযোগিতা করেন উক্ত প্রকল্পের প্রোগ্রাম অফিসার আহমেদ কামাল ও আব্দুল আলিম। সভায় উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান ক্ষুদে শিক্ষার্থী সোহা।
মতবিনিময়সভায় বিভিন্ন রাজনৈতিক দল,,জনপ্রতিধি,,সাংবাদিক,সুশীলসমাজ,হিন্দু ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।