সাঁথিয়ায় জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : সরকারের গৃহীত পদক্ষেপ অনুযায়ী পাবনার সাঁথিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চলছে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা।
এরই ধারাবহিকতায় বুধবার (৬ ফেব্রুয়ারি) সাঁথিয়া উপজেলার পুন্ডুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করমজা ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে পুন্ডুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক পর্যায়ে করমজা মনজুর কাদের বালিকা উচ্চ বিদ্যালয় প্রথমস্থান অধিকার করে। সাঁথিয়া উপজেলা ইউআরসিএ ইন্সট্রাক্টর শাহিদুল ইসলাম,পুন্ডুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ খান, মনজুর কাদের বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলী, তলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর রহমান ্ও পুন্ডুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এ প্রতিযোগিতায় বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করেন। করমজা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোচেন আলী বাগচী এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় আ’লীগ নেতা রতন কুমার কুন্ডু।