সাঁথিয়ায় সাংবাদিককে হত্যা চেষ্টা
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক যায়যায়দিনের সাঁথিয়া প্রতিনিধি ফারুক হোসেনের উপর সন্ত্রাসীরা রোববার রাতে সন্ত্রাসীরা হত্যাচেষ্টা করে। এ ঘটনায় সাংবাদিক ফারুক হোসেন থানায় একটি জিডি করেছেন।
জানা যায়, ২১ ফেব্রয়ারি রোববার রাত ৯ টার দিকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি পৌরসভাধীন ভবানীপুর যাওয়ার পথে সাঁথিয়া- চব্বিশমাইল সড়কের ভবানীপুর বড় বটতলা নামকস্থানে দুইটি মোটর সাইকেল সহ ৫-৬ জন মুখোশ পরিহিত অস্ত্রধারীদের পথরোধ করে দাঁড়িয়ে থাকতে দেখতে পান। অবস্থা বেগতিক বুঝতে পেরে ফরুক হোসেন জীবন রক্ষার্থে মোটরসাইকেল ঘুরিয়ে সাঁথিয়া আসার চেষ্টা করলে অস্ত্রধারী সন্ত্রাসীরাও মোটর সাইকেলযোগে ধর ধর বলে তার পিছু ধাওয়া করে।
সাংবাদিক ফারুক হোসেনের উপর এ হামলা চেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা ও সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ কর্তব্যরত সকল সাংবাদিকবৃন্দ। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তারা থানা পুলিশের প্রতি আহবান জানান।