সাঁথিয়ায় সড়ক দূর্ঘটনায় শিশু নিহত
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনা-সাঁথিয়া সড়কের সাঁথিয়া উপজেলার উত্তর শোলাবাড়িয়া নামক স্থানে দ্রুতগামী শ্যালোইঞ্জিন চালিত করিমনের চাকায় পিষ্ট হয়ে সায়মা (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
সে উপজেলার নন্দনপুর ইউনিয়নের উত্তর শোলাবাড়িয়া গ্রামের আজিজুল হকের মেয়ে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে শিশুটি রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে অফিসার গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Spread the love