সাঁথিয়ায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
জালাল উদ্দিন সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় বৃহস্পতিবার দুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের পরের ধাপে অর্থাৎ ১১তম গ্রেডে বেতন প্রাপ্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি করে। সাঁথিয়া উপজেলা পরিষদের গেটের সামনে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকÑশিক্ষিকারা এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। শিক্ষক নেতা শরিফুল ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, তেথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরশেদ আলী, জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারি শিক্ষক জসিম উদ্দিন, কামরুন্নাহার কনা, আব্দুর রহমান,আব্দুর রাজ্জাক, বকুল খন্দকার, জাকির হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।