সাঁথিয়ায় ৪২তম জাতীয় বিজ্ঞান মেলা
সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি: “তথ্য ও প্রযুক্তির সদ্ব্যবহারঃ আসক্তি রোধ” এই প্রতিপাদ্যকে ধারণ করে পাবনার সাঁথিয়ায় সোমবার ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে “বিজ্ঞান মেলা” অনুষ্ঠিত হয়।
সাঁথিয়া জেলা পরিষদ অডিটোরিয়মে অনষ্ঠিত মেলায় ১৫টি স্টলে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার ক্ষুদে বিজ্ঞানীরা অংশ গ্রহন করে।এতে প্রধান অতিথি ছিলেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।
সাঁথিয়া উপজেল নির্বহিী অফিসার এসএম জামাল আহমেদের সভাপতি বক্তব্য দেন ,উপজেলা ভাইসচেয়ারম্যান সোহেল রানা খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাদের বিশ^াস, অধ্যাপক আব্দুদ দাইন সরকার,অধ্যাপক আশরাফুল আলম মজন, সহকারি প্রোগ্রামার তপু দেনাথ ও প্রেসক্লাবের সাঃ সম্পাদক আবুল কাশেম প্রমুখ। মেল শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Spread the love