সাঁথিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধাসহ নিহত ২

পাবনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধাসহ নিহত ২
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নারী-পুরুষ নিহত ও একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (৫  নভেম্বর ) সকালে আতাইকুলা থানার আমেনা খাতুন ডিগ্রি কলেজের সামনে ও সন্ধায় সাঁথিয়া উপজেলায় করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আতাইকুলা কলেজপাড়া এলাকার রঘুনাথপুর এলাকার মৃত হাসেন আলীর স্ত্রী হালিমা খাতুন (৬৫)। অপরজন বেড়া পৌর এলাকার সান্যালপাড়া মহল্লার ফজলুল হকের ছেলে মহিউজ্জামান শুভ (২৬)।
এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন নিহত শুভর স্ত্রী গাইনি চিকিৎসক ডাক্তার মাইশা আনজুম চৌধুরী (২৪)। আহত ডাক্তার মাইশা পৌর এলাকার মাইদুল চৌধুরীর কন্যা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাঠবোঝাই একটি ট্রাক যশোর থেকে আসছিল। ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলায় আসার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বসতবাড়িতে ঢুকে পড়ে। এসময় এক পথচারী বৃদ্ধা ট্রাকের নিচে চাপা পড়েন। তিনি ঘটনাস্থলেই মারা যান। উত্তেজিত জনতা মহাসড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ করে দেন। পরে আতাইকুলা থানা ও মাধপুর হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে শুক্রবার সন্ধ্যায় শুভ নিজ মোটরবাইকযোগে স্ত্রী ডাক্তার মাইশাকে নিয়ে কাশিনাথপুর থেকে পৌর শহরের নিজ বাড়িতে ফিরছিলেন। বগুড়া নগরবাড়ি মহাসড়কের চাকলা নামক স্থানে একটি শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে সন্ধ্যা ৬টায় বাইকটির মুখোমুখি সংঘর্ষ হলে দুজন মারাত্মকভাবে আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে বেড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন। আহত ডাক্তার মাইশার অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হচ্ছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!