সাঁথিয়া গরীব ও মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি :  শনিবার পাবনার সাঁথিয়া ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও মেধাবীদের শিক্ষাবৃত্তি-২০১৯ প্রদান করা হয়। সরকারের বা বাইরের কোন আর্থিক অনুদান ছাড়া সংগঠনের সদস্যদের নিজস্ব আর্থিক সহায়তায় ২০১৪ সাল থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়,প্রকৌশল বিশ্ববিদ্যালয়,মেডিক্যাল কলেজে অধ্যয়নরত ৩৫জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে প্রতিমাসে জনপ্রতি ২হাজার টাকা করে শিক্ষাবৃতি প্রদান করা হচ্ছে। ফাউন্ডেশনের সাধারন সম্পাদক, স¦াস্থ্য বিভাগের সাবেক সহকারী পরিচালক ডা. মনসুরুল ইসলাম ২০১৪ সাল থেকে প্রতি শুক্রবার বিনামূল্যে রোগীদের চিকিৎসা প্রদান করে আসছেন। সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠা করা মানবতার দেয়ালে রক্ষিত বস্ত্র গরীব-দুঃখী মানুষেরা তাদের প্রয়োজন অনুসারে বিনামূল্যে গ্রহণ করেন । প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকান্ডে ক্ষতিগৃস্থ পরিবারের গৃহ নির্মান, শীতার্তদের লেপ-কম্বল প্রাদান, আর্থিক স্বাবলম্বী করতে গরীবদের মাঝে গরু-ছাগল বিতরণ , স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার, মাদক, বাল্যবিয়ে, জঙ্গীবাদ বিরোধী সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও অধ্যাপক আব্দুদ দাইন সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন, সাধারন সম্পাদক ডা. মনসুরুল ইসলাম, সাঁথিয়া উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সমাজসেবক মোজম্মেল হক খান, কার্তিক চন্দ্র সাহা, অধ্যাপক আশরাফুল আলম মজনু, পাবনা জেলা পরিষদের সদস্য শাসুন্নাহার মুক্তা, রুডো’র নির্বাহী পরিচালক শামীম আহমেদ প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!