সাঁথিয়া ফাউন্ডেশনের মানবতার দেয়াল উদ্বোধন

জালাল উদ্দিন, সাঁথিয়া (পাবনা) : পাবনার সাঁথিয়া ফাউন্ডেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার মানবতার দেয়াল উদ্বোধন করা হয়েছে। এই মানবতার দেয়ালে ফাউন্ডেশন কর্তৃক সরবরাহ করা নানা ধরনের বস্ত্র এলাকার গরীব-দুঃখি মানুষ তাদের প্রয়োজন অনুসারে বিনামূল্যে নিতে পারবে।

ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ২০১৪ সাল থেকে প্রতি শুক্রবার বিনামূল্যে রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন। ফাউন্ডেশনের মাধ্যমে ২০১৪ সাল থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়,মেডিক্যাল ও প্রকৌশল বিশ্বদ্যিালয়ে অধ্যয়নরত ২৬জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃতি প্রদান করা হচ্ছে।

এ ছাড়া বাল্যবিয়ে রোধ, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার, মাদক বিরোধী সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!