সাঁথিয়া শাপলাবাগ মাদরাসার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা: পাবনার সাঁথিয়ায় শাপলা বাগ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী গত শনিবার দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল খতমে কুরআন ও দোয়া, কুচকাওয়াজ ও র‌্যালি,সাংস্কৃতিক প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।

মাদরাসার সহ সভাপতি ইয়াছিন আলীর সভপতিত্বে ও বেড়া আলাহেরা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, বিশিষ্ট শিক্ষাবীদ, লেখক, গবেষক ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ এম.আব্দুল আলীম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,রাজশাহী মেডিকেল কলেজের সাবেক সহকারী পরিচালক ডাঃ নূরুল ইসলাম,ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাঁথিয়া শাখার এসপিও এবং ম্যানেজার অপারেশন্স আব্দুর রউফ।

আরো বক্তব্য দেন,ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য সেলিম হোসেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!