সাবেক বেসরকারি প্রাথমিক শিক্ষকদের পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি

পাবনা প্রতিনিধি : অর্থ মন্ত্রনালয়ের ১২ আগষ্টের পত্র প্রত্যাহার করে অধিগ্রহনকৃত সাবেক বেসরকারি প্রাথমিক শিক্ষকদের বেসরকারি চাকরির ৫০% কার্যকর চাকরিকালের ভিত্তিতে টাইমস্কেলসহ অন্যান্য আর্থিক সুবিধাদি, জ্যোষ্টতা ও পদোন্নতি বহাল করনের দাবিতে পাবনায় মানব বন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি পাবনা জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা আহবায়ক রইচ উদ্দিন রবি, যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান, সোহেল আহমেদ সিরাজ, আমজাদ হোসেন, আজিজুর রহমান, জহুরুল ইসলাম, ময়েন উদ্দিন দুলাল, নাসরিন পারভঅন, জালাল উদ্দিন প্রমূখ। বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেবার আহবান জানান। মানব বন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!