সামরিক অভ্যুত্থান বিরোধীদের ধরতে অভিযানে সেনাবাহিনী
বিদেশ : মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলনকারীদের গ্রেপ্তারে রাতের আঁধারে অভিযানে নেমেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ আর শঙ্কা বাড়ছে জনগণের মধ্যে।
শনিবার সেনাবাহিনী ২৪ ঘন্টার বেশি কাউকে আটক ও ব্যক্তিগত সম্পত্তিতে তল্লাশি চালানোর পূর্বে আদালতের অনুমতি নেয়ার আইনটি বাতিল করে। এছাড়াও নেতৃত্বদানকারী সাতজন আন্দোলনকারীর বিরুদ্ধে শান্তি ও স্থিতিশীলতা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তারা। নিরাপত্তা বাহিনী দেশজুড়ে ব্যাপক ধর পাকড় শুরু করায় আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে মিয়ানমারে জনগণ।
নিরাপত্তাবাহিনীর সদস্যদের দেখলেই থালা বাসন বাজিয়ে অন্যান্যের সতর্ক করে দিচ্ছে তারা। সম্মিলিতভাবে নিরাপত্তাবাহিনীকে অন্তত একবার পিছু হটতে বাধ্য করা হয়েছে। হিউম্যান রাইটসের এশিয়া বিভাগের প্রধান জানিয়েছেন রাতের বেলা দেশটিতে অভিযানের সংখ্যা বাড়ছে।
কোন কারণ ছাড়াই জান্তা সরকারের বিরোধীদের তুলে নেয়া হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানিয়েছে, অভ্যুত্থানের পর দেশটিতে শুক্রবার পর্যন্ত সাড়ে তিন’শর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।