সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে পাবনায় সম্প্রীতি সমাবেশ
রফিকুল ইসলাম সুইট : ‘দেখতে তুমি আমার মতোই তোমার মতোই আমি/ তবুও কেন পরস্পরের যুদ্ধে আমরা নামি?/ তোমার আমর সূর্য্য একই- একই আধার আলো/ তবুও কারা হানাহানির বিষের কৌটা ঢালো?/ ..একই রকম আমরা দুজন বাংলা মায়ের ছেলে/ অবিনাশী সম্প্রীতির এই প্রদীপ জ্বেলে রাখি।’ এই প্রত্যয়ে পাবনায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে এক শান্তি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিজয় ভুষন রায়, মনির উদ্দিন আহমেদ মান্না, উপদেষ্টা মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, বন ও পরিবেশ সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল হাসান শাহিন,পৌর আওয়ামীলীগ সভাপতি এ্যাড তসলিম হাসান সুমন, সাধারন সম্পাদক শাহজাহান মামুন,জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক তৌহিকুল আলম তৌফিক, শ্রমিকলীগের সভাপতি ফুরকান আলী, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মূর্তুজা বিশ্বাস সনি, জেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক শিবলী সাদিক, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম সহ আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় রেজাউল রহিম লাল বলেছেন-জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলার সুর্য্য সন্তানরা জীবন দিয়ে একটি অসাম্প্রদায়িক স্বাধীন রাষ্ট্রর সৃষ্ঠি করেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র মুল সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্ঠা চলছে। তাদেও সেই চেষ্ঠা বঙ্গবন্ধুর বাংলাদেশে হবে না।