সারা শরীরে লিপস্টিক সিদ্ধার্থের!

বিনোদন: এবার অন্যরকম একটি কাজ করতে চলেছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। সম্প্রতি একটি ফ্যাশন ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন তিনি।

নৃশংসতা দূর করুন এমনই তত্ত্বের ভিত্তিতে নারীদের প্রসাধনী নির্মাতা সংস্থার বিজ্ঞাপন করেছেন সিদ্ধার্থ। ‘এঁরষঃ-ভৎবব এষধসড়ঁৎ’ (অপরাধ মুক্ত গ্ল্যামার) এই তত্ত্বকে সামনে রেখেই চলছে বিজ্ঞাপন।

বিজ্ঞাপনে দেখা যাচ্ছে সিদ্ধার্থের বুকে একাধিক লিপস্টিক লাগানো নারীদের ঠোঁটের ছাপ। আর পাশ থেকে সিদ্ধার্থের বুকে হাত রেখেছেন এক নারী। তার হাতে লাগানো লাল নেইল পলিশ। সিদ্ধার্থ বলেন, যখন আমার কাছে প্রথম এই প্রস্তাব আসে, তখন আমি চমকে গিয়েছিলাম। ভাবলাম কোনও ভুল ফোন এসেছে।

কোনও নারী প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনের জন্য আমাকে কেন নির্বাচন করা হবে? পরে বুঝলাম বিষয়টি। তারপর আমি এই প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনের জন্য সাক্ষর করেই ফেললাম।

এই জিনিসগুলি এমনই যেগুলি কখনও পশু পাখিদের উপর ব্যবহার্য নয়। #ঞবংঃবফঙহঝরফ এই ট্যাগেই হল বিজ্ঞাপনের শুটিং।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!