সাস্ট ক্লাব,পাবনা’র আনুষ্টানিক যাত্রা শুরু
পাবনা প্রতিনিধি : শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর পাবনা জেলাস্থ সাবেক শিক্ষার্থীদের সংগঠন “ সাস্ট ক্লাব,পাবনা ” গঠিত হয়েছে। গত ২৯ রমজান ৪ জুন পাবনার রুপকথা রোডে পেটুক রেষ্টুরেন্ট এ শাতাধিক সাবেক শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানিক ভাবে “ সাস্ট ক্লাব, পাবনা” গঠিত হয়। এসময় আলোচনা সভা, দোয় মাহফিল ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। সভায় মিঠু সভাপতি এবং ফিরোজ কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়। কমিটি গঠনের মাধ্যমে শুরু হলো সাস্ট ক্লাব পাবনার আনুষ্ঠানিক যাত্রা।
অনুষ্ঠানে কামরুল হাসান মিঠুর সভাপতিত্বে এবং জয়নাল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ড. আবু হাসান, জাহাঙ্গীন ফিরোজ, হাসানুজ্জামান বারী, হামিদুল ইসলাম, হাসানুর রহমান রাসেল, হাসান আল মারুফ হিজল,তাজুল ইসলাম মামুন, মেহেদী হাসান আকাশ,জগলুল আরেফিন পপিন, নয়ন এবং বর্তমান শিক্ষর্থী আমিরুল ইসলাম প্রমূখ।
৮ ব্যাচের শিক্ষার্থী ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবির উপস্থিত সকলের সর্বসম্মতি নিয়ে দুই বৎসরের জন্য কমিটি ঘোষনা করেন। সর্বসম্মতিক্রমে সংগঠনের সভাপতি হয়েছেন শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ ব্যাচের শিক্ষার্থী মো.কামরুল হাসান মিঠু ও সাধারণ সম্পাদক হয়েছেন শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ব্যাচের শিক্ষাথী প্রভাষক জাহাঙ্গীর ফিরোজ।
ক্লাবের সদস্যরা জানান–এটি একটি অরাজনৈতিক সংগঠন। ছাত্র/ছাত্রীদের সহযোগীতা এবং সামাজিক কর্মকান্ড করার জন্য এই সংগঠন গঠিত হলো।