সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে চালকের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তেলের ট্যাঙ্ক বিস্ফোরণ হলে দুটি ট্রাকেই আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় মদন চৌহান (৪৫) নামের এক ট্রাক চালক। শনিবার দিবাগত তিনটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
নিহত ট্রাক চালক মদন চৌহানের বাড়ি বগুড়ার দুপাচাচিয়া উপজেলার তালোড় গ্রামে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, বগুড়া থেকে ময়মনসিংহগামী পণ্যবাহী একটি ট্রাক ঢাকা-বগুড়া সহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় পৌঁছালে সামনের দুটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ঢাকা থেকে গাইবান্ধাগামী অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তেলের ট্যাঙ্ক থেকে দুটি ট্রাকেই আগুন লেগে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় বগুড়া থেকে ময়মনসিংহগামী ট্রাকের চালক মদন চৌহান।
খবর পেয়ে রায়গঞ্জ ও সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় সকালে যানচলাচল স্বাভাবিক হয়েছে বলে তিনি জানান।