সিরাজগঞ্জে প্রবল বর্ষণে বাড়ছে যমুনার পানি
সিরাজগঞ্জ প্রতিনিধি : গত কয়েকদিনের প্রবল বর্ষণে সি সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি ১৬ সেন্টিমিটার বেড়েছ।
অপরদিকে কাজিপুর পয়েন্টে বেড়েছে ২২ সেন্টিমিটার।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১২.৫৮ মিটার। যা বুধবার ছিল ১২.৪২ মিটার। যা বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অপরদিকে কাজিপুর পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪৮ মিটার। যা বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় কাজিপুর পয়েন্টে যমুনার পানি ১৪.৪৮ মিটার থেকে বেড়ে ১৪.৭০ মিটার হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজতি কুমার সরকার বলেন, প্রবল বর্ষণের কারণে যমুনার পানি বেশ কিছুদিন ধরেই বাড়ছে-কমছে। গত তিনদিন ধরে ফের পানি বাড়ছে। তবে বিপৎসীমা অতিক্রম করার কোনো সম্ভাবনা নেই।
Spread the love