সিরাজগঞ্জে ১১ মাসের শিশু হত্যার অভিযোগ: আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে আমিনা খাতুন নামে ১১ মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে উঠেছে। এ ঘটনায় দুইজকে আটক করেছে পুলিশ।শনিবার (১ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের খলিশাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, খলিশাকুড়া গ্রামের মৃত গোলবার হোসেনের ছেলে মোবারক আলী (৬০) ও তার ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৬)। নিহত শিশু আমিনা একই গ্রামের রাশেদ আলীর মেয়ে।

শিশুটির মা রোকেয়া বলেন, শুক্রবার (২৪ নভেম্বর) ছাগলে গাছ খাওয়া নিয়ে জাহাঙ্গীরের সাথে ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় কোলে থাকা শিশু কন্যা আমিনার পিঠে চড় মারে জাহাঙ্গীর। এর পর থেকেই আমিনা অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার (৩০ নভেম্বর) গভীর রাতে আমিনা মারা যায়।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মোকারম হোসেন বলেন, খবর পেয়ে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত জাহাঙ্গীর ও তার বাবা মোবারক আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এস.আই মোকারম আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তর জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।##

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!