সিরাজগঞ্জে ৫ অসাধু ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনায় ৫ জন অসাধু ব্যবসায়ীকে সর্বমোট ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছে জেলা প্রশাসন ও র‌্যাব-১২ ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ( ১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র‌্যাব-১২, কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।
জরিমানাকৃত ব্যবসায়ীরা হলেন, উল্লাপাড়া উপজেলার মৃত আব্দুল আলীর ছেলে মো. মুকুল হোসেন (৫০), মৃত ফরাজ প্রামানিকের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪০), মৃত জয়নাল আলীর ছেলে নুর মোহাম্মদ (৬০),  মো. শাহজাহান আলীর ছেলে আকমল হোসেন (৬০), জাকের আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৫০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার সন্ধ্যায় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মঈন উদ্দিন এর নেতৃত্বে উল্লাপাড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই অনুমোদন ব্যতিত এবং অস্বাস্থ্যকর পরিবেশে ঘি এবং সরিষার তৈল উৎপাদনের দায়ে ৫ জন অসাধু ব্যবসায়ীকে সর্বমোট ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!