সিরিয়ায় ইসরাইলী ক্ষেপণাস্ত্র ভূপাতিত
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে গত মঙ্গলবার ইসরাইলের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। এদিকে ইসরাইল জানিয়েছে, তারা বিমান বিধ্বংসী গোলার কবল থেকে নিজেদের রক্ষা করেছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এক সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লেবাননের ভূখ- থেকে ইসরাইলী শত্রুদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে। এতে আরো বলা হয়েছে, দামেস্কের রাজধানীর কাছে লক্ষ্যবস্তুতে পৌঁছার আগেই অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুল রহমান বলেন, ‘দামেস্কের দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণে অবস্থিত হিজবুল্লাহ্ ও ইরানের অস্ত্র গুদাম লক্ষ্য করে ইসরাইলী বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।’-এএফপি