সুখবর দিলেন তামিম-মুশফিকরা
স্পোর্টস: জিম্বাবুয়ে নেমেই করোনাভাইরাস পরীক্ষা করাতে হয়েছে তামিম-মুশফিকদের। সুখবর হচ্ছে, দলের ক্রিকেটারসহ কোচিং স্টাফ- সবাই করোনা নেগেটিভ। ফলে আজ (বৃহস্পতিবার) থেকে ক্রিকেটারদের অনুশীলনে বাধা নেই। স্থানীয় সময় বিকেলে প্রথম দিন অনুশীলন করবে বাংলাদেশ দল। ৮ বছর পর জিম্বাবুয়ে সফরে যাওয়া বাংলাদেশ দলের মাঠের লড়াই শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। আট বছর আগে ২০১৩ সালের সর্বশেষ সিরিজে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ ড্র করলেও ওয়ানডে সিরিজে হেরেছিল বাংলাদেশ। এবারও তিন ফরম্যাটে খেলতে পূর্ণশক্তির দল নিয়ে গেছে। প্রথম দফায় টেস্ট দল সফরে গেছে, আর সীমিত ওভারের দলে থাকা ক্রিকেটাররা আগামী সপ্তাহে দেশ ছাড়বেন। বাংলাদেশ দল দুই দিন অনুশীলন করে ৩ ও ৪ জুলাই দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৫ ও ৬ জুলাই অনুশীলনের পর ৭ জুলাই মাঠে গড়াবে একমাত্র টেস্ট ম্যাচ। এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সব ম্যাচ হবে হারারেতে।
টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদউল্লাহ।