সুজানগরে অসময়ে পদ্মায় ইলিশের দেখা
সুজানগর প্রতিবেদক : পাবনার সুজানগর সংলগ্ন পদ্মা নদীতে অসময়ে সোনালী ইলিশের দেখা মিলছে। এতে পদ্মাপাড়ের মৎস্যজীবীরা অত্যন্ত খুশি।
উপজেলার শ্যামনগর গ্রামের মৎস্যজীবী সোহেল শেখ জানায়, পদ্মায় বর্ষার নতুন পানি আসার পরই ২/৪টি করে ইলিশ মাছ ধরা পড়ছে। এলাকার মৎস্যজীবীরা পদ্মা নদী থেকে অন্যান্য মাছের পাশাপাশি ইলিশ মাছ শিকার করছেন। ঐ সব ইলিশ স্থানীয় হাট-বাজারে প্রতি কেজি ৮থেকে ৯‘শ টাকা দরে বিক্রি করা হচ্ছে। পদ্মাপাড়ের তারাবাড়ীয়া গ্রামের মৎস্যজীবী আকবর আলী বলেন পদ্মা নদীতে সারা বছরই কমবেশি ইলিশ মাছ ধরা পড়ে।
তবে বর্ষা মৌসুমে এবং অক্টোবর মাসে বেশি ধরে পড়ে। উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বলেন ইলিশ মাছের মূল বাসস্থান সমুদ্র। সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে সমুদ্র উপকূলীয় এলাকা প্লাবিত হওয়ায় ইলিশ মাছ পদ্মা নদীতে আসতে পারে। তাছাড়া সারা বছরই পদ্মা ও যমুনা নদীতে কমবেশি ইলিশ মাছ ধরা পড়ে।