সুজানগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

পিপ (পাবনা) : সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বরণ ও ২০২০ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, এস এস সি পরীক্ষার্থীদের মধ্যে আদনান শরিফ অনিক,মাহবুবুর রহমান মইন, মদিনা সুলতানা, দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এস এম সায়েম ও শিমলা প্রমুখ। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক লিয়াকত আলী লটন ও কাজেম উদ্দিন।

অনুষ্ঠানে পাবনা জেলা কৃষকলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, সুজানগর উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক দিলিপ কুমার, সিনিয়র সহকারি শিক্ষক হেলাল উদ্দিন, সিদ্দিকুর রহমান, রোখসানা পারভিন, একিউএম শামসুজ্জোহা বুলবুল, সমাজ সেবক হেতায়েতুল্লাহ ডাবলু ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, বিদ্যালয়ের স্টাফ শফিউল ইসলাম শফি সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!