সুজানগরে ধর্ষণের অপমান সইতে না পেরে কলেজ ছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক: বিয়ের প্রলোভন দিয়ে ডেকে নিয়ে রাতভর গণ ধর্ষণের পর হুমকি দেওয়ায় পাবনার সুজানগর উপজেলার মালিফা সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আসামী করে মামলা দায়ের হয়েছে।পলিশ বলছে আসামিদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।
সাঁথিয়া থানা পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সুজানগর উপজেলার হাটখালি ইউনিয়নের শ্র্রীপুর গ্রামের মোসলেম খার মেয়ে মালিফা কলেজের প্রথম বর্ষের ছাত্রী (১৮) প্রেমের সর্ম্পকের জেরধরে বৃহস্পতিবার কাশিনাথপুর এলাকার রজব আলীর ছেলে ছবদুল খান বিয়ের প্রলোভন দিয়ে ডেকে নিয়ে যায়। পরে রাতভর তাকে পালাক্রমে ধর্ষন করে পালিয়ে যায়। ঘটনা ধাপা চাপা রাখার জন্য নানা ভাবে হুমকি দিলে মুর্শিদা খাতুন শুক্রবার বিষ পান করে।
মমুর্ষ অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে পরে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোমবার রাতে তার মৃত্যু হয়।
কলেজ ছাত্রীর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।