সুজানগরে নারায়নগঞ্জ ফেরত করোনায় আক্রান্ত জাহাঙ্গীর কুর্মিটটোলা হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক, সুজানগন : নারায়নগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাবনার সুজানগরে আসা টেক্সটাইল মিলস্ কর্মচারী জাহাঙ্গীর হোসেন (৩২) এখন কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সে উপজেলার আহম্মেদপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সোহরাব আলীর ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ সেলিম মোরশেদ জানান, ওই জাহাঙ্গীর নারায়নগঞ্জে থাকাকালীন করোনাভাইরাসে আক্রান্ত হয়।
সে গত ৬/৭দিন আগে একটি এ্যাম্বুলেন্সযোগে বাড়িতে আসলে এলাকাবাসী এবং স্থানীয় পল্লী চিকিৎসকরা তাকে করোনার রোগী হিসাবে সন্দেহ করে এবং পরের দিন ঢাকায় পাঠিয়ে দেয়। বর্তমানে সে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান বলেন ওই জাহাঙ্গীর সুজানগর থেকে আক্রান্ত নয়, কিন্তু তারপরও বিষয়টি জানার পর সোমবার ওই বাড়িসহ ৪টি বাড়ি লগডাউন করা হয়েছে।
সেই সঙ্গে জাহাঙ্গীরের পরিবারের ৬সদস্যর নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাতপাতালে পাঠানো হয়েছে।