সুজানগরে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সকালে উপজেলার বোরখাপুর গ্রামে পদ্মা নদীর পাড়ে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন গ্রামের মানুষ অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, মালিফা, কামারহাট, নাজিরগঞ্জ বোরখাপুর, বুলচন্দ্রপুর, খলিলপুর, হাসামপুর এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করছে রাজবাড়ি এলাকার প্রভাবশালী একটি চক্র। এতে নদী তীরবর্তী এলাকায় দেখা ভাঙন দেখা দেওয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছে বাড়িঘর ও ফসলী জমি। তাদের বাধা দিতে গেলে দেয়া হয় প্রাণনাশের হুমকি। বালু উত্তোলন বন্ধ না হলে ভাঙন ও ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। তারা দ্রুত পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে বক্তব্য দেন, কামিন সরদার, শেখ সাদি, আলমগীর হোসেন, আয়েন উদ্দিন সহ অনেকে।