সুজানগরে পুলিশের পোষাক পড়ে ঘুরতে গিয়ে আটক-১
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার সুজানগরে পুলিশের পোশাক পড়ে ঘোরাফেরা করার অপরাধে তফিজ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে উপজেলার কুড়িপাড়া মোড় হতে আটক করা হয়। আটককৃত তফিজ উদ্দিন একই এলাকার হেমরাজপুর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুর ১২টার দিকে উক্ত তফিজ পুলিশের পোশাক এবং ক্যাপ পড়ে কুড়িপাড়া মোড়ে ঘোরাফেরা করছিল। এসময় এলাকার আইন-শৃঙ্খলা উন্নয়নে নিয়োজিত টহলরত সুজানগর থানার এসআই রাশিদুল ইসলাম ও এসআই রেজাউল করিম তাকে আটক করেন। তার কাছ থেকে পিস্তল রাখার একটি কভার এবং একটি টর্চ লাইট জব্দ করা হয়। এলাকাবাসী জানায়, উক্ত তফিজ ঢাকার একটি কোম্পানিতে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করেন। তবে তিনি মানসিকভাবে একটু অসুস্থ বলে জানা যায়।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্থা (ওসি) আব্দুল হান্নান জানান, উক্ত তফিজ কেন এবং কি উদ্দেশ্যে পুলিশের পোশাক পড়েছে তা যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।