সুজানগরে পৌর মেয়রের উদোগে ঈদের জামাত অনুষ্ঠিত : করোনা বিস্তারের আশংকা
পিপ (পাবনা) : পাবনার সুজানগরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সুজানগর পৌর মেয়র আব্দুল ওহাবের উদোগে পৌর ঈদগার খোলা মাঠে গাদাগাদি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে করে সুজানগরে করোনা বিস্তারের আশংকা করা হচ্ছে। মাওলানা জোবায়ের হোসেন এই সকালে ঈদের জামাতের ইমামতি করেন।
সুত্র জানায়, সুজানগরের বিভিন্ন স্থানে করোনা সর্তকর্তা বজায় রেখে পবিত্র ঈদ উল ফিতর এর ঈদের নামায অনুষ্ঠিত হয়েছে। তবে ব্যাতিক্রম ঘটেছে সুজানগরের পৌর মেয়রের বেলায়।
অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন সুজানগরে এমনিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কয়েকজন। তার পরে ঢাকা নারায়রগঞ্জ থেকে শত শত মানুষ গ্রামে এসেছে। এদের অনেকেই করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারে।
তাই মেয়র ওহাবের এ ধরণের দায়িত্বহীন কাজ মোটেই সঠিক হয়নি। এ ব্যাপারে মাওলানা জোবায়ের হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার করার কিছু ছিলনা। সব কিছুর জন্য মেয়র সাহেব দায়ী।